ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মায়ের সাথে অভিমান করে কিশোরীর ‘আত্মহত্যা’ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৫, ১ মে ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরভাটা ইউনিয়নের চর মজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 
চরজব্বর থানার এসআই মিদন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ওই কিশোরী চর মজিদ এলাকার সাহাব উদ্দিনের মেয়ে, সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। 

“বড় বোনের বাচ্চাকে কোলে না নেওয়ায় তাকে বকাঝকা করেছিলেন মা। এতে অভিমান করে নিজের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় কিশোরী।

“পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি